|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : গত ২৪শে মে ২০২০ রবিবার মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরে দুপুর ২টা ৩০ মিনিটে ঈদুল ফিতরের আনন্দ বিলিয়ে দিতে উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছিল ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অরগানাইজেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজকের আয়োজনে প্রায় ৪০ জন অনাথ- দুঃস্থ পরিবারের হাতে ঈদুল ফিতরের উপহার সামগ্রী তুলে 8দেওয়া হয় U.B.I.O’-র পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহঃ মুস্তফা শেখ, সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, চরকাবিলপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নাজিমুদ্দিন বিশ্বাস প্রমুখ। সমগ্র আয়োজনের সহযোগিতায় ছিলেন রহমতুল্লাহ, সামিউল ইসলাম, আঃ রাকিব, মনিরুজ্জামান(বিটু) ), মতিউর রহমান (ফটিক) প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিল – চিনি, তেল,সাবান,লবণ প্রভৃতি। এই লক ডাউনের বন্দি দশায় ঈদের আনন্দ উপহার সামগ্রী পেয়ে উপস্থিত প্রাপকদের মুখে হাসি- খুশির জোয়ার দেখা দিয়ে ছিল।