থ্যালাসেমিয়া আক্রান্ত এক প্রসূতিকে রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন কালিয়াচক-2 ব্লকের যুবক আসিফ ইকবাল।

রেজাউল করিম, মোথাবাড়ি : লকডাউনে ও যোগাযোগের অভাবের মধ্যে রোজার মধ্যে দীর্ঘপথ বাইকে করে এসে থ্যালাসেমিয়া আক্রান্ত ভীনজেলার এক প্রসূতিকে রক্তদান করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কালিয়াচক-2 ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের মিছুটোলা গ্রামের যুবক আসিফ ইকবাল ( রকি)। শনিবার রক্তদান করে সে। প্রসূতি টুম্পা মন্ডল (20) এর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পশ্চিম মহেশপুর গ্রামে। মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিত্সাধীন টুম্পা । তাঁর এ পজিটিভ রক্তের জরুরি প্রয়োজন দেখা দেয়। পরিবারের সদস্যরা রক্ত সংগ্রহের জন্য এই দরজা ওই দরজা ঘুরতে থাকেন । কিন্তু কোথাও রক্ত পাননি । শেষ পর্যন্ত ফেসবুক ও হোয়াট্স আপ গ্রুপে রক্তের জন্য বিনম্র আর্তি জানান। এই আবেদন জানতে পেরে এগিয়ে আসেন আসিফ ইকবাল। নিজ গ্রাম থেকে 30 কিলোমিটার দূর থেকে বাইকে ছুটে এসে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল ব্লাডব্যাঙ্কে রক্তদান করেন ও রক্ষা পান টুম্পা । আসিফ ইকবাল বলেন, মানুষ মানুষের জন্য। বিপদে আপদে , অসহায় অবস্থায় মানুষের পাশে দাড়ানোর মানুষিকতা তৈরী করেছি । এলাকায় ” হেলফ ফর ইউ ফাউন্ডেশন” নামাঙ্কিত সংস্থার মাধ্যমে একদল যুবক বিভিন্ন সময় ইতিমধ্যে লকডাউনে মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 20 জনকে রক্তদান করেছেন । এদিনও আমি নিজে রক্তদানের মত মানবিক কাজ করতে পেরে খুশি। টুম্পার স্বামী মোনাব্বার আলি বলেন, এই মুহূর্তে লকডাউনের মধ্যে রক্তের অভাবের জন্য আমার রোগীকে নিয়ে এক কঠিন সমস্যায় রছিলাম। অনেক দিন ধরে রক্তের খোঁজ করছিলাম । একজন অচেনা যুবক সোস্যাল প্রচারে সাড়া দিয়ে এসে রক্তদান করলেন এই জিনিস কখনো ভূলব না। কৃতজ্ঞতার পাশে থাকবেন আসিফ।