|
---|
আসিফ আলম, নতুন গতি, বহরমপুর : বিভিন্ন দেশে যখন হিজাবের ওপর একে একে নিষেধাজ্ঞা নেমে আসছে, ঠিক এমন সময় ইউরোপের দেশ স্কটল্যান্ড হিজাবকে নারী পুলিশের আনুষ্ঠানিক ইউনিফর্ম হিসেবে ঘোষণা করেছে। খবর সিয়সাত ডেইলির।
দেশটির পুলিশ বাহিনীতে মুসলিমদের সংখ্যা বাড়ানোর জন্য হিজাবকে অফিসিয়াল ইউনিফর্মের মর্যাদা দেয়া হয়েছে। এখন থেকে মুসলিম নারীরা কর্তব্যরত অবস্থায় হিজাব ব্যবহার করতে পারবেন ইউনিফর্ম হিসেবে।
এতে করে মুসলিম নারীদের মধ্যে পুলিশে যোগদানের আগ্রহ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
দেশটির পুলিশ বলছে, এতে করে নারীরা উৎসাহিত হবে। স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোশিয়েশন (এসপিএমএ) এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এটিকে তারা ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
এমন পদক্ষেপে দেশটির ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী পুলিশ বাহিনীতে যোগদান করতে উৎসাহী হবে।