|
---|
কালিয়াচক: বুধবার রাত নটা নাগাদ কালিয়াচক থানার অন্তরগত গয়েশবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হলেন এক যুবক। চ্যাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সুত্রে জানা যায়, গুলিবিদ্ধ যুবকের নাম বকুল শেখ (৪০) গয়েশবাড়ি এলাকায় বাড়ি। প্রাথমিক অনুমান টাকা নিয়ে বিবাদ হয় তার জেরে এই ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি কারা গুলি চালিয়েছে। তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ প্রশাসন। এখন মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে, স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ওই যুবককে। গুলিবিদ্ধ যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।