| |
|---|
নিজস্ব সংবাদদাতা: কলকাতা : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষ থেকে নন্দন পেক্ষা গৃহে চলছে এক বিরাট “সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা, ২০২৬”। অনুষ্ঠানের উদ্বোধন হয় ৯ই জানুয়ারি এবং চলবে ১৩ই জানুয়ারি পর্যন্ত। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন “আপনারা বই পড়ুন তারপর আপনার বাচ্চারা পড়বে।”আরো বলেন মগ্ন লেখক কে কিভাবে তুলে আনা যায় এই লিটিল ম্যাগাজিনে। উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। আরো উপস্থিত ছিলেন কবি শ্রীজাত। তিনি লিটল ম্যাগাজিন সম্পর্কে দু চার কথা বলেন। অনুষ্ঠান সুচি অনুযায়ী অতিথি বরণ করে নেওয়া হয়। আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়, সুবোধ সরকার মহাশয়। সুবোধ সরকার মহাশয় সম্প্রীতির কথা বলেন। মানুষে মানুষে মেলবন্ধন, আদান-প্রদান ইত্যাদির মধ্য দিয়ে সম্প্রীতি বজায় রাখাটাই জীবন। সুধাংশু সরকার মহাশয় লিটল ম্যাগাজিন পত্রিকা সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াহিদা খন্দকার মহাশয়া। তিনি একজন ভালো লেখিকা। তার বই দর্শকদেরকে পড়বার জন্য অনুরোধ রাখেন। এছাড়া বিভিন্ন বই স্টলে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও ক্রীড়াবিদ ডাঃ এস ইয়াসমিন (রোজলিন), সম্পাদক ইউসুফ মোল্লা, কবি আবুল বাশার,কবি ও শিক্ষক দিলীপ কুমার মহাশয় প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান এবং অতিথিবরণ এছাড়া মন্ত্রীসহ প্রত্যেকের বক্তব্য এর মধ্য দিয়ে লিটল ম্যাগাজিন পরিদর্শন করে, হাজারও কবি সাহিত্যিক ও লেখক দের সমারোহে বই কেনাকাটার মধ্য দিয়ে, চা ও টিফিন পর্ব শেষ করে, মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের বক্তব্য শোনার পর প্রথম দিনের অনুষ্ঠানের রাত নটায় সমাপ্তি ঘটে। ব্রাত্য বসু মহাশয় লিটিল ম্যাগাজিন , নতুন লেখক লেখিকা দের উঠে আসার কথা বলেন, অনুষ্ঠান পরিচালকদের সম্পর্কে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসিত দুচার কথা বলে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষিত হয়।


