|
---|
নূর আহমেদ, মেমারি : আগামী ২২শে জানুয়ারি কলকাতা এবং সারা বাংলা জুড়ে সর্ব ধর্ম সমন্বয়ে শান্তিপূর্ণ সংহতি মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর সেই মিছিলকে কেন্দ্র করে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী বৈঠকের আয়োজন হয় শুক্রবার বিকালে,প্রসঙ্গত, গত দুদিন আগে নদিপুরে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি স্বপন ঘোষাল,এদিনের এই কর্মী বৈঠকে অনুপস্থিত ছিলেন স্বপন ঘোষাল, তবে সেই কর্মী বৈঠকে নেতৃত্ব দেন মেমারি শহর তৃণমূল INTTUC এর শহর সভাপতি শেখ আশরাফ আলী, মেমারি শহর তৃণমূল INTTUC এর পরিচালনায় এদিনের এই কর্মী বৈঠক হয়, ২২শে জানুয়ারি মহা মিছিল কে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন শেখ আশরাফ আলী, জেনারেল সেক্রেটারি মোঃ সেলিম সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দরা।
বলা বাহুল্য, শেখ আশরাফ আলী ও স্বপন ঘোষালের রাজনৈতিক মতাদর্শে মনোমালিন্য চরমে ছিল বেশ কিছুদিন আগেও। তবে এদিনের এই কর্মী বৈঠকের মধ্য দিয়ে, আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামলেন তৃণমূল আইএনটিটিইউসি।
পাশাপাশি কর্মী বৈঠক শেষে বিভিন্ন ধর্মালম্বী মানুষজনদের সঙ্গে নিয়ে,মেমারির মাসুম বাবা পীরের মাজার শরীফে চাদর চড়ালেন, তৃণমূল আইএনটিডিইউসি এর নেতৃত্ববৃন্দরা,মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি স্বপন ঘোষালের সুস্থতা কামনা করে মাজারে চাদর চড়িয়ে প্রার্থনা করেন আইএনটিটিইউসি এর নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করার লক্ষ্যে,
মনোমালিন্য ভুলে গিয়ে কোমর বেঁধে ময়দানে নামলেন মেমারি শহর তৃণমূল আইএনটিটিইউসি এর নেতৃত্ব ও কর্মীবৃন্দরা,লোকসভা নির্বাচনে, বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জয়ী করায় মূল লক্ষ্য বলে জানান মেমারি শহর তৃণমূল আইএনটিটিইউসি এর জেনারেল সেক্রেটারি মোঃ সেলিম,এদিন উপস্থিত ছিলেন-মেমারি শহর তৃণমূল আইএনটিটিইউসি এর শহর সভাপতি শেখ আশরাফ আলী,জেনারেল সেক্রেটারি মোঃ সেলিম,মেমারি শহর তৃণমূল হিন্দি শেলের শহর সভাপতি অজিত সিং,
মেমারি শহর তৃণমূল মাইনরিটি সেলের শহর সভাপতি মিনহাজ উদ্দিন শেখ, মেমারি শহর তৃণমূল ওবিসি সেলের শহর সভাপতি বিশ্বজিৎ বাগ, মেমরি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বিটুল দাস,12 নং ওয়ার্ডের সভাপতি জগন্নাথ ঢোলে, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু সিদ্দিক, মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি সুনীল চৌধুরী, মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান কামাল উদ্দিন শেখ,মেমারি শহর তৃণমূল টোটো ইউনিয়নের সেক্রেটারি শফিউর রহমান,মেমারি শহর তৃণমূল কংগ্রেসের টাউন কমিটির মেম্বার প্রশান্ত সিংহ রায় থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব কর্মীবৃন্দরা।