স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ চলে যাবার খুশিতে মিষ্টি বিতরণ

আজিজুর রহমান,গলসি : গলসির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিএমওএইচ চলে যাবার খুশিতে মিষ্টি বিতরণ করল এলাকার কয়েকজন মানুষ। হাসপাতালের স্টাফদের মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নিলেন তাঁরা। পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করলেন নতুন বিএমওএইচ ডাঃ সব্যসাচী সিকদারের সাথে।

    স্থানীয় বাসিন্দা সেখ সাগর ও নাজমুল জামাদার জানান, পূর্ববর্তী বিএমওএইচ ডাঃ পায়েল বিশ্বাসের বিরুদ্ধে হাসপাতালে পরিষেবার অবনতির অভিযোগ ছিল তাঁদের। তাঁর অপসারণের দাবিতে তাঁরা সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও জমা দিয়েছিলেন। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, হাসপাতালের অধিকাংশ কর্মীরাও তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। অবশেষে দীর্ঘ সাত মাস প্রতীক্ষার পর রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে গত ৩০শে জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি হয়। সেখান থেকেই তাঁরা জানতে পারেন, ডাঃ পায়েল বিশ্বাসকে সরিয়ে ডাঃ সব্যসাচী সিকদারকে নতুন বিএমওএইচ হিসেবে নিয়োগ করা হয়েছে। আজ থেকে নতুন বিএমওএইচ হাসপাতালে দায়িত্ব নিয়েছেন। স্বাভাবিকভাবেই এমন খবরে খুশি হয়েছেন এলাকার মানুষ সহ হাসপাতালের কর্মীরা।

    এদিকে, নতুন বিএমওএইচ ডাঃ সব্যসাচী সিকদার জানিয়েছেন, “এখানকার সাধারণ মানুষ যে অসুবিধার সম্মুখীন হয়েছেন, তা খতিয়ে দেখতে আমি সবার সঙ্গে বসে আলোচনা করব। চেষ্টা করব যাতে আগের পরিস্থিতি ফিরে আসে।” তিনি আরও বলেন, “এলাকার মানুষদের আশ্বস্ত করতে চাই যে, যেকোনো সমস্যা হলে তাঁরা সরাসরি বিএমওএইচ-এর সঙ্গে যোগাযোগ করবেন।”