থানার পাড়া এইচ এম হাই মাদ্রাসা(উঃমাঃ) মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো।

নিজস্ব সংবাদদাতা : আজ নদিয়ার “থানারপাড়া থানা (Thanar Para Police Station)”- এর পক্ষ থেকে “থানার পাড়া এইচ এম হাই মাদ্রাসা(উঃমাঃ)”-এ আগত মাধ্যমিক (মাদ্রাসা) পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো।এই পর্বে উপস্থিত হয়েছিলেন থানার পাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (Officer In Charge) জনাব মুহাঃ ইলিয়াস মহাশয়। সাথে ছিলেন অন্যান্য কর্তব্যরত অফিসার ও সিভিক ভলেন্টিয়ার্স।পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় থানার পাড়া থানার পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে গোলাপ ফুল ও একটি কলম তুলে দেওয়া হয়।এই সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জনাব এমডি ওয়াসিফ আলী,সম্পাদক আব্দুল্লাহ ডালটন,জুনিয়ার হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক সুমন্ত সরকার, শিক্ষক সেলিম রেজা, শিক্ষক জাহিদুল হোসেন মন্ডল,শিক্ষক আনেসুর রহামান, শিক্ষক আলমগীর আহমেদ টোটোন,শিক্ষক আব্দুল মতীন, শিক্ষিকা নাজনিনা সুলতানা, শিক্ষিকা দিপিকা বিশ্বাস ও অন্যান্য শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ।