|
---|
নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুর: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করোনা আবহে সোমবার থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নেমেছে । পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণ, কর্মী সংকোচন-সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তৃণমূলের পথে নামা। সমস্ত রকমের সামাজিক দুরত্ব মেনে ব্লকে ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।
গত ৬’ই জুলাই থেকে আগামী ১০’ই জুলাই পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে টানা কর্মসূচি নিয়েছিলেন মমতা ব্যানার্জি। রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে স্টেশনগুলিতে কর্মসূচি গত বুধবার । আজ বৃহস্পতিবার ছিলো মুখে কালো কাপড় বেঁধে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ।
কেশপুর ব্লকের প্রতিটি অঞ্চলের সভাপতির তত্ত্বাবধানে আজকে সাড়ম্বরে পালিত করলেন এই কর্মসূচি।