পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে রাজনগর ব্লকে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণ, খুশি এলাকাবাসী

 

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরেও এই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে।

    রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলে এই মুহূর্তে ছয়টি রাস্তার কাজ সম্পন্ন করা হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ভবানীপুর অঞ্চলের গুড়কাটা মোড় থেকে মহিষাগ্রাম পর্যন্ত ২.৬৪ কিলোমিটার পিচ রাস্তা নির্মাণ,

    চন্দ্রপুর অঞ্চলের বড়ঘাটা পিচপয়েন্ট থেকে মাধাইপুর হাই স্কুল পর্যন্ত ২.৭ কিলোমিটার রাস্তা মেরামত এবং চন্দ্রপুর অঞ্চলেরই পাতাডাঙ্গা মোড় থেকে সালুকা পর্যন্ত ২.৬৫ কিলোমিটার রাস্তা মেরামত,

    গ্যাংমুড়ি-জয়পুর অঞ্চলের জয়পুর ব্রিজের কাছ থেকে থেকে কুরুলমাটিয়া হয়ে পটলপুর পর্যন্ত ৯.১৭ কিলোমিটার রাস্তা মেরামত, রাজনগর অঞ্চলের আড়ালি গ্রাম থেকে মালিপাড়া, থানা, চৌরাস্তা, গড়দরজা ভায়া হয়ে মোলবুনি গ্রাম পর্যন্ত ৩.০১ কিলোমিটার এবং

    তাঁতিপাড়া অঞ্চলের গোহালিয়ারা মোড় থেকে ভায়া পড়াশিয়া, লাটুলতলা হয়ে শঙ্করডিহি গ্রাম পর্যন্ত ৯.৫২ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানান রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী।

    এসব রাস্তা গুলি তৈরির জন্য এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরেই ব্লক প্রসাশনের কাছে দাবী জানিয়ে আসছিলেন। এইরাস্তা গুলি তৈরি হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

    রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাস্তা মেরামতের সিদ্ধান্তে এই সমস্ত এলাকার সাধারন মানুষ ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

     

     

     

     

     

     

     

     

    নতুন গতি

    News Publication