ভুয়ো চালান দেখিয়ে বালি পাচারের চেষ্টা, ধৃত ৪ ডাম্পার চালক

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    ভুয়ো চালান দেখিয়ে বালি পাচারের চেষ্টা, ডিসপির নেতৃত্বে অভিযান চালিয়ে ধৃত ৪ ডাম্পার চালককে গ্রেপ্তার করল পুলিশ।
    অবৈধভাবে বালি পাচার করার বিরুদ্ধে জেলা জুড়ে চলছে পুলিশি অভিযান। এরকমই গত রাত্রে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় মুর্শিদাবাদগামী একটি ওভারলোডেড বালি বোঝাই ডাম্পারকে ধাওয়া করে বীরভূমের ময়ূরেশ্বরের কোটাসুর স্কুল মোড়ের কাছে আটক করে পুলিশ। চালক ও খালাসী পলাতক। ময়ূরেশ্বর থানায় হস্তান্তর করে ওই ডাম্পারটি এবং গাড়ির মালিক, চালক ও খালাসির বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেন ডিএসপি (DEB) স্বপন কুমার চক্রবর্তী।
    অপরদিকে মুর্শিদাবাদগামী ওভারলোডেড বালি বোঝাই চারটি ডাম্পার সাঁইথিয়া থানার তালতলার কাছে আটক করা হয়। পুলিশ বৈধ চালান দেখাতে বললে ওই গাড়ির চালকরা যে চালান দেখান পুলিশ তা ‘ভুয়ো চালান’ বলে জানিয়েছে।
    ডিএসপি (ডিইবি)র নির্দেশে ওই গাড়ির চালকদের আটক করে পুলিশ। পাশাপাশি অবৈধভাবে বালি বোঝাই ডাম্পার গুলিকে সাঁইথিয়া থানায় হস্তান্তর করে গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়। ঝাড়খণ্ডের রানীশ্বরের ময়ুরাক্ষী নদী থেকে অবৈধভাবে সরাসরি বালি উত্তোলন করা হয়েছে বলে জানায় ডাম্পার গুলির চালকরা। বালি ভর্তি ডাম্পারগুলিকে মুর্শিদাবাদের কান্দির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।