ইফতারে মজলিস ও শান্তি কমিটির বৈঠক, সদাইপুর থানার

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- শুক্রবার ছিল ২৭ রোজা, বিশেষ দিন যাহা শবে কদর হিসেবে রাতে বিশেষ নামাজ, দোয়া খয়ের, কোরান তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে পালিত হয়।সেই বিশেষ দিনটি স্মরণে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেন অনেক ব্যাক্তি এমনকি সংগঠনের পক্ষ থেকে ও। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা মাহে রমজান উপলক্ষে একমাস ব্যাপী রোজা পালন করেন। সেই রূপ রোজাদার ব্যাক্তিসহ স্থানীয় বিশিষ্ট জনদের নিয়ে সম্প্রীতির বার্তাবরণে শুক্রবার বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়ার উদ্যোগে স্থানীয় থানা চত্বরে ইফতারে মজলিস এর আয়োজন করা হয়। তাছাড়াও আসন্ন ঈদ উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার পক্ষ থেকে এলাকার মানুষদের নিয়ে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওসি মহম্মদ মিকাইল মিঞা উপস্থিত ব্যাক্তিদের উদ্দেশ্যে জানান,পবিত্র ঈদ হচ্ছে খুশির দিন।সেই খুশি মানাতে গিয়ে এদিনে বাড়ীর ছোটরা অর্থাৎ যাঁদের লাইসেন্স নেই তাঁদের মোটর বাইক নিয়ে বের হতে দেবেন না, একটু ভূলের জন্য আনন্দ নিরানন্দ হয়ে যেতে পারে,তাই সাবধানতা অবলম্বন সকলের দরকার। পাশাপাশি যাঁরা প্রাপ্ত বয়স্ক তাঁরাও যেন সর্বদা হেলমেট নিয়ে গাড়ী চালান। তাছাড়াও কোনো রকম গুজবে কান দেবেন না এবং সকলেই শান্তি সম্প্রীতি বজায় রাখাবেন এটাই অনুরোধ প্রশাসনের পক্ষ থেকে। এদিন সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সহ বহু বিশিষ্টজনেরা।