বিজেপি যতই চেষ্টা করুক বাংলার মানুষকে বিভক্ত করতে পারবে না, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়

 

    খান আরশাদ,বীরভূম:

    লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে,রাজনৈতিক নেতা নেত্রী মন্ত্রী সহ সকলের চাপ ততই বেড়ে চলেছে। তাইতো প্রখর রৌদ্রের দাবদাহের মধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার, সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার হাসনে একটি জনসভা করলেন। এদিন দুপুর ১.৪৫ মিনিট নাগাদ তিনি মঞ্চে উপস্থিত হন। প্রথমেই রাজ্যের বিভিন্ন  উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন, পাশাপাশি কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সিএএ, এনআরসির পাশাপাশি মোদীর গ্যারান্টির বিরুদ্ধেও সোচ্চার হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালের সমর্থনেই মূলত এদিনের নির্বাচনী জনসভা।
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার অনুব্রত মণ্ডলের প্রতি সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, অনুব্রত মন্ডলকে পরিকল্পিতভাবে জেলে রাখা হয়েছে। নির্বাচনের পর তিনি অবশ্যই জেল থেকে মুক্তি পাবেন।
    জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া নিশানা করেন। তিনি মোদী সরকারের গ্যারান্টির এবং ১০০ দিনের কাজের বকেয়া এবং রাজ্য সরকারকে আবাসন প্রকল্প না দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দেউচা পচামীতে ৩৩৭০ একর জমিতে কয়লা প্রকল্প স্থাপিত হচ্ছে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, দেউচা পাচামীতে ৩৩৭০ একর জমিতে বিশ্বের সবচেয়ে বড় কয়লা প্রকল্প তৈরি করা হচ্ছে। এখানে ১১৯৮ মিলিয়ন টন কয়লা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। পুনর্বাসন প্যাকেজও ঘোষণা করা হয়েছে। ৫২০০ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যে গ্যারান্টি দিয়েছিলাম তা পূরণ করেছি, আমরা কথা দিয়ে কথা রাখি কিন্তু কেন্দ্রের বিজেপি পরিচালিত মোদী সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজ পর্যন্ত পূরণ হয়নি। অবশেষে মঞ্চ থেকে ফিরে যাবার পথে নেতা-নেত্রীদেরকে ডেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পুনরায় তৃনমূল কংগ্রেসের জেলা কোর কমিটিতে ঢোকানোর কথা বলে যান। বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় ও কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা প্রকাশ করেন।