|
---|
রায়দিঘী : নুরউদ্দিন : তীব্র তাপপ্রবাহে পথ চলতি মানুষের মাঝে রায়দিঘী থানার উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হয় মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ থেকে। এইদিন তীব্র তাপ প্রবাহের কারণে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে কাশিনগর বাজারে পথচারী টোটো চালক অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানীয় জল বিতরণ করা হয়। সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তবতীর্থ আচার্য, রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহা, রায়দিঘী থানার এস আই অফিসার রাহুল রায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে বিশুদ্ধ পানীয় জল বাতাসা বিতরণ করেন এবং তীব্র তাপ প্রবাহ কালে করনীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও রায়দিঘী থানার কাশিনগর বাজার এলাকায় পানীয় জল এবং বাতাসা বিতরণ অব্যাহত থাকবে।