আবারো বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ!

মথুরাপুর:নুরউদ্দিন : লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন বিরোধী দল থেকে কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, মথুরাপুর,রায়দিঘী,ঘোড়াদল নামখানা সহ বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন বিরোধী দল থেকে হাজার হাজার সমর্থকরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায়,তাতে মথুরাপুর লোকসভা কেন্দ্রে ১০০ শতাংশ জয়ের আশা পাচ্ছে তৃণমূল কংগ্রেস! জানা যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার এদিন মন্দিরবাজারের কেচারপুর অঞ্চল,নিশাপুর অঞ্চলের প্রত্যেকটা বুথে বুথে ভিজিট এবং বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে জনসংযোগ সারেন, এই র‍্যালি থেকে হাজার হাজার মানুষের ঢল নামে। সাথে সাথে এই দিন বৈকালে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী সম্মেলন আয়োজন করেন তৃণমূল কংগ্রেস, এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার।এই কর্মী সম্মেলনে বিজেপি সিপিএম এবং বিভিন্ন বিরোধীদল থেকে প্রায় ৪৫ জন লিডার ফেজারগঞ্জের ২৭৪ নম্বর বুথের তপন মান্না, সঞ্জয় দাস,বিশ্বজিৎ দাস,সহদেব মন্ডল,সবিতা মন্ডল,সুরজিৎ মন্ডল ও ২৭০,২৭৮,২৮২ ২৭১নম্বর বুথের দেবব্রত দাস,জয়দেব পাত্র সহ প্রায় দেড় হাজার বিরোধী দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন!

    সেই বিরোধী কর্মীরা দলে যোগদান করার পরে তারা জানায়, বিজেপি কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে তারা কাজ করতে চায়, তাই আমরা তৃণমূলের ছত্রছায়ায় এসেছি আমাদের প্রার্থী বাপি হালদারের হাত ধরে।এই সভায় তাদেরকে সম্মানের সাথে সম্বর্ধনা দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার।