খেলাঘর বাঁধতে লেগেছি পূর্ণদৈর্ঘ্যের ছবির প্রিমিয়ার বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পিতা-মাতার স্নেহ ভালোবাসা ও তাদের ব্যস্ততম জীবন শিশুদের দারুন ভাবে আঘাত এনেছে। অন্যদিকে বিশ্বায়নের ডিজিটালের এ. আই এর প্রভাব নিয়ে পূর্ণদৈর্ঘ্যের বাণিজ্যিক ছবি নির্মিত হয়েছে খেলাঘর বাঁধছে লেগেছি… দি নেক্সট আইডিয়েশন এন্টারটেইনমেন্ট নিবেদিত প্রফেসর রঞ্জন দাস প্রযোজিত ও শিবাজী দত্ত পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের বাণিজ্যিক ছবি খেলাঘর বাঁধতে লেগেছি… প্রমোশন হল বর্ধমান শহরের বেশ কিছু জায়গায়। কাঞ্চন নগর ডি এন দাস উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্তের আমন্ত্রণে এই বিদ্যালয়ে সিনেমাটির প্রমোশন হল। এই সিনেমার কলা কুশলী গণ ও পরিচালক স্বয়ং বর্ধমান শহরে এসে তাদের সিনেমার প্রচার করে গেলেন। এই সিনেমার পরিচালক শিবাজী দত্ত বলেন, একটি ছোট ছেলের জীবনের কাহিনী নিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। অধিকাংশ ছেলে-মেয়েরা তাদের বাবা-মাকে বন্ধু খুঁজতে থাকে ইন্টারনেটে। সমাজ মাধ্যমে বন্ধু খোঁজা এখন ব্যাকডেটেড। নতুন বন্ধু সফিস্টিকেটেড এ আই ব্যবহার করে। গড়ে তোলে মনের মত করে। তুমি চাইলে সে প্রেডিক্টেবল, চাইলে আনপ্রেডিক্টেবল। এই ছবিতে অভিনয় করেছেন বর্ধমান শহরের ভূমিকন্যা বিশিষ্ট অভিনেত্রী আলপনা মজুমদার। তিনি জানান, এই সিনেমা আমাদের হারিয়ে যাওয়া পারিবারিক মূল্যবোধ স্বপ্ন দেখাবে। কলাকুশলী ঋদ্ধি মুখোপাধ্যায় জানান, দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রমোশনে আসতে পেরে সত্যিই ভালো লেগেছে। বালক মেঘের ভূমিকায় অভিনয়কারী প্লাবন জানান, এই সিনেমা আসলে ছোটদেরই। এরাই ভবিষ্যতে সংসার ও দেশের ভবিতব্য কান্ডারী। কাহিনী ও চিত্রনাট্যকার প্রীতম বলেন, এই গল্প আসলে আজ প্রতি ঘরের গল্প। ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, এ আই আমাদের জীবনে বন্ধু হয়ে আসবে না ফ্রাঙ্কেনস্টাইন হয়ে তা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ কে অনিশ্চয়তার উপর ছাড়তে পারি না। তার শিক্ষায় দেওয়ার চেষ্টা করেছেন খেলাঘর বাঁধছে লেগেছি চলচ্চিত্রের গোটা টিম। এই ছবিতে অভিনয় করেছেন বর্ধমান শহরের আর একজন বিশিষ্ট অভিনেতা সুমন বসু। আগামী ২৪ মে এই সিনেমা মুক্তি পাবে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সত্য প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, মুম্বাইয়ের প্রচলিত নায়ক জয় সেনগুপ্ত, বাংলা চলচ্চিত্র ও সিরিয়াল খ্যাত বাসব দত্তা চ্যাটার্জি, এই সিনেমার বাচ্চাদের নতুন এক বন্ধু মিসিং ফ্রেন্ড এই চরিত্রটি নির্মিত হয়েছে কৃত্রিমভাবে। খেলাঘর বাঁধতে লেগেছি ছবির প্রিমিয়ার শো বর্ধমান শহরের বেশ কিছু জায়গায় প্রদর্শিত হল।