আসন্ন লোকসভা নির্বাচনের টি এম সি-র মহিলা প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জবরদস্ত রোড-শো ইন্দাসে

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার দু’টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিষ্ণুপুর একটি। বিগত নির্বাচনে দুইটি সিটই হারাতে হয় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে-।
সম্প্রতি ১৬ এপ্রিল গ্রীষ্মের তীব্র দাব দাহনকে উপেক্ষা করে ইন্দাস ব্লক কমিটির উদ্যোগে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীদের সহায়তায় অনুষ্ঠিত হল দিনভর পথ যাত্রা ,পথ সভা। রাস্তার দুই পাশে হাজারো মানুষের ভিড়ে সুজাতা মণ্ডল বিনম্রভাবে সবার মাঝে নিজেকে সেবিকা হিসাবেই তুলে ধরেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান সহ সংগ্রামী নেত্রীর জন প্রিয়তার কারণ সমূহও সহজ সরল ভাষায় ব্যক্ত করে সকলের মন জয় করেন। রোড-শো-র গাড়িতে / চলার পথে প্রার্থীর পাশে ছিলেন ইন্দাস ব্লক কমিটির সভাপতি সেখ হামিদ,পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, কর্মাধ্যক্ষ মোল্লা নাসের আলি ও বিশিষ্ট সক্রিয় কর্মী আতাউল সাহেব প্রমুখ বিশিষ্ট নেতৃত্বগণ। এছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সাংগঠনিক কর্মী ও সদস্যগণ ছিলেন পথের সাথী।
তবে অরাজনৈতিক বেশ কিছু ব্যক্তিত্বের মন্তব্য থেকে উঠে আসে,-” এ লড়াই দেখার মতো।” এই যে, বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভার প্রার্থী তাঁর লড়াই হবে তাঁরই প্রাক্তন স্বামী বি জে পি-র সৌমিত্র খাঁর সাথে-। সম্মুখ সমরটা শুধুই জোরদার নয়,মজাদারও বটে। কারণ বিগত নির্বাচনে তৎকালীন স্বামীর (সৌমিত্র খাঁর) জন্য জান লড়িয়ে দেওয়া সুজাতা মণ্ডল ছিলেন প্রচারের পুরো ভাগে। আর এখন তো টি এম সি-র সুজাতা মণ্ডল বনাম বি জে পি-র সৌমিত্র খাঁর আমনা সামনি দ্বন্দ্ব। ইন্দাস ব্লক কমিটির সভাপতি সেখ হামিদের দৃঢ় প্রত্যয় জয় তাদের অনিবার্য। অবশ্য ফল প্রকাশেই ভাগ্য নির্ধারিত হবে জয় পরাজয়। সেটাই ভবিতব্য।