ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেল মমতা ব্যানার্জির কর্মী এ কে এম ফারহাদ

নিজস্ব প্রতিবেদক,হাড়োয়া : কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সচল রাখতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ কোটি মানুষের সমস্ত রকমের পরিষেবা সচল রেখে চলেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। একদিকে জিনিসপত্রের উচ্চ মূল্যবৃদ্ধি অন্যদিকে কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার পরিপ্রেক্ষিতে বাংলার সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে সামাজিকভাবে পর্যুদস্ত করতে বিজেপি সরকারের এই আচরণে নড়ে চড়ে বসেছে সাধারণ মানুষ। কয়েক বছর একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে বাংলার মানুষকে,সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জনদরদি সরকার ১০০ দিনের উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা দিয়ে দিয়েছে। বাংলার মানুষের স্বার্থে লড়াইকে পাথর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে ময়দানে নেমে মানুষের পাশে থেকে উন্নয়নের অঙ্গীকার করে চলেছে। এবং বাস্তব রূপায়ণে দেশের মধ্যে অগ্রগণ্য ভূমিকা পালন করছে।

    শিয়রে লোকসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি পুরোদস্তুর মাঠে নেমে পড়েছে। সাধারণ ভোটারদের পাশে পেতে বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কর্মসূচি রূপায়নে পিছপা হচ্ছে না ভোট প্রার্থীরা। নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে ৪২ টি আসনে বিরোধীশূন্য করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ খেটে খাওয়া মানুষদের মাথার উপর ছাদ এবং সহজলব্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে।”আমার আবাস,আমার অধিকার,তৃণমূলেই ভোট আমার অঙ্গীকার”। শ্লোগানে মুখরিত হয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে এবং নির্দিষ্ট ফর্ম ফিলাপের মধ্যে দিয়ে লোকসভা ভোট পরবর্তী মাথার উপর ছাদ দেওয়ার কথা তুলে ধরে ভোট প্রার্থীকে জয়লাভ করার জন্য আর্জি জানাচ্ছে।
    উল্লেখ্য উঃ ২৪ পরগনা জেলার বারাসাত -২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষের নির্দেশ মতো মঙ্গলবার হাড়োয়া বিধানসভার অন্তর্গত কীর্তিপুর-১,অঞ্চলের বিভিন্ন গ্রামে আবাস যোজনার ফর্ম বিতরণ করতে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী কোর কমিটির সদস্য, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, বিশিষ্ট পীরজাদা হাজী একেএম ফারহাদ।
    ফর্ম বিতরণ পরবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অত্যন্ত দক্ষ সংগঠক কাজের মানুষ ফারহাদ জানায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মযজ্ঞ এবং দুয়ারে সরকারের ফলশ্রুতি একশ দিনের কাজের টাকা যেভাবে মানুষের হাতে তুলে দিয়েছে তাতে বিরোধী দলগুলো কম্পিত।তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল মার্জিনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় কে ৪২ টি আসন উপহার দেবে। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম এর জয় শুধু সময়ের অপেক্ষা, কত মার্জিনে তিনি জিতবেন তার হিসাব নিকাশ করতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা।
    আবাস যোজনার ফর্ম বিতরণ প্রসঙ্গে তিনি জানায় হাড়োয়া বিধানসভার অন্তর্গত আন্দুলিয়া খড়িবাড়ি গ্ৰামে দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে ফর্ম তুলে দেওয়া হয়।বিগত দিনে এই এলাকাতে অভূতপূর্ব উন্নয়ন করেছে মা মাটি মানুষের সরকার। ফর্ম প্রাপক মর্জিনা বিবি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। পাশাপাশি তারা বলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য একেএম ফারহাদ ভাইসহ অন্যান্য নেতৃবৃন্দ যেভাবে আমাদের পাশে থেকে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনে এই সমস্ত কাজের মানুষদের আরো বৃহত্তর জায়গায় দেখার লক্ষ্যে আমরা আছি। ফর্ম বিতরণ পর্ব এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলামের ভোট প্রচারকার্যে উপস্থিত ছিলেন গ্ৰাম সদস্য আজগার আলী,সহিদুল ইসলাম, মহিবুল প্রমুখ।