পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আসানসোলে বাংলা দিবস।

লুতুব আলি, নতুন গতি : বাংলা ১৪৩১ কে স্বাগত জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় বাংলা দিবস পালিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে পশ্চিম বর্ধমান জেলার বাংলা দিবস টি অনুষ্ঠিত হল আসানসোলে জেলা শাসকের দপ্তরে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও পশ্চিম বর্ধমান জেলা সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলা দিবসের বর্ণময় অনুষ্ঠানটি হয়। বাংলা দিবসের নান্দনিক শুভ সূচনা পর্বে স্বাগত ভাষণ দেন পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান। বাংলার মনীষী, স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, বাংলার প্রতি নিবেদিত প্রাণ প্রয়াত কবি, সাহিত্যিক, দেশপ্রেমিকরা চেয়েছিলেন বৈচিত্রের মধ্যে ঐক্য স্থাপিত হয়ে সোনার ভারত পৃথিবীকে পথ দেখাবে। এই আদর্শকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে রাজ্য সরকার বাংলা নববর্ষ কে বাংলা দিবস হিসেবে উৎসর্গ করেছেন। পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান জানান, বাংলা দিবসের বর্ণময়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলার শাসক এস. পোন্নামবলম, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সঞ্জার পাল, এ ডি এম এল আর অরণ্য ব্যানার্জি, আসানসোলের এস ডি ও বিশ্বজিৎ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আজিজুর রহমান বলেন, পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা বাংলা দিবসের তাৎপর্য নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন। বাংলা স্বাধীনতা সংগ্রামী ও মনীষীগণ স্বাধীন ও ঐক্যবদ্ধ ভারতবর্ষে সকল নাগরিকের সমান অধিকারের ভিত্তিতে ঐক্যবদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন। তাঁদের স্বপ্ন ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হল। সমাজের সকল স্তরের প্রতিনিধি এই বাংলা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।