ঈদের উপর বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান।

সেখ আব্দুল আজিম, হুগলি, চন্ডীতলা : বুধবার ৩০শে রমজান শেষে হয়।যথারীতি সময়ে ১১এপ্রিল,বৃহস্পতিবার ঈদের নামাজ শুরু হয়। পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় ঈদের উপর বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান। বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই দিন গুড়গুড়ি পোতা আহলে হাদিস জামে মসজিদে পুরুষ ও মহিলারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পাশাপাশি গুড়গুড়িগুড়ি পোতা পশ্চিমপাড়া আহলে হাদিস জামাতের ঈদগায়ে এবং মাদ্রাসায় মহিলারা ঈদের নামাজ আদায় কবেন। হরিপাল থানা বড়ম্বা গ্রাম এবং খুদসুরা গ্রামে পুরুষ ও মহিলা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সকাল পৌনে সাতটা ঈদুল ফিতরের নামাজ শুরু হয় প্রায় সাড়ে নটার মধ্যে সমাপ্ত হয় বিভিন্ন গ্রামে। প্রসঙ্গত ফুরফুরা শরীফের আশেপাশে গ্রাম গুলিতে ঈদের খুশিতে কচিকাঁচা থেকে সকলে খুশির আনন্দে আত্মহারা হয়ে যান। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ঈদ মুবারক জানাই।