বাঙালির ব্যবসা উদযাপন করতে নববর্ষের বিকেলে বাংলা পক্ষর টাকা মিছিল

সেখ আব্দুল আজিম : কোলকাতা পয়লা বৈশাখ বাঙালির হালখাতার দিন। পয়লা বৈশাখ বাঙালির ব্যবসা উদযাপনের দিন। পয়লা বৈশাখ মানে শুধু গান-কবিতা না, পয়লা বৈশাখ মানে ব্যবসাও। বাঙালি তরুন প্রজন্মকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে, বাঙালি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করলে দ্বিতীয় বছর এক অভিনব ও বর্ণাঢ্য “টাকা মিছিল” এর কথা আয়োজন করল বাংলা পক্ষ। নববর্ষের দিন সন্ধ্যেতে কলকাতার রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত এই বিশাল বর্ণাঢ্য টাকা মিছিল হয়।
মিছিলে বাঙালি শিল্পপতিদের (যেমন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, চন্দ্রশেখর ঘোষ, রাজেন মুখার্জী, মতিলাল শীল, আলামোহন দাস, মোস্তাক হোসেন প্রমুখ) বিশাল বিশাল কাট আউট নিয়ে মিছিলে হাঁটা হয়। শুধুমাত্র সিনেমা বা খেলার নায়ক-নায়িকাদের চিনলে হবে না, বাঙালি পুঁজিপতিদের চিনতে হবে। মিছিলে ছিল ঢাক, রণ পা ও নানা সুসজ্জিত ট্যাবলো। দাবি ওঠে রাজ্য সরকারি টেন্ডার বাঙালিদের দিতে হবে। খুচরো বাজার থেকে পাইকারি বাজারে বাঙালি ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে৷ সমস্ত শহরাঞ্চলের হকারি স্পট ভূমিপুত্রদের দিতে হবে। মিছিলের নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জী, মনন মন্ডল, এমডি সাহীন, সৌম্য ঘোড়াই ও হুগলী জেলার সম্পাদক দর্পন ঘোষ সহ বিভিন্ন জেলা সম্পাদকরা।