প্রকাশ্য আগ্নেয়াস্ত্র বার করে একজন যুবক গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, অরঙ্গাবাদ : প্রকাশ্য আগ্নেয়াস্ত্র বার করে কয়েকজন ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগে রবিবার রাতে এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাতে নড়েচড়ে বসে সামশেরগঞ্জ থানার পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় ওই যুবককে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ধৃত যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেটি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবক কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র পেয়েছে তাও পুলিশ তদন্ত করে দেখছে। ওই যুবকের পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম নওয়াজ শরীফ। তার বাড়ি সামশেরগঞ্জ থানার পিলকি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে- নওয়াজ শরীফের সাথে তার কয়েকজন প্রতিবেশীর বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে গন্ডগোল চলছিল। রবিবার বিকেলে নওয়াজ শরীফ বাড়ির সামনে জড়ো করে রাখা শুকনো পাতাতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে নওয়াজ শরীফ সাথে তার কয়েকজন প্রতিবেশীর ফের একবার বিবাদ বেধে যায়।
অভিযোগ, বিবাদ চলার সময় হঠাৎই নওয়াজ শরীফ একটি আগ্নেয়াস্ত্র নিয়ে চলে আসে এবং সেটি বার করে তার কয়েকজন প্রতিবেশী এবং আত্মীয়কে খুন করার হুমকি দিতে থাকে। নওয়াজ যখন আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকাবাসীকে হুমকি দিচ্ছিল সেই সময় কয়েকজন গোটা ঘটনাটি ভিডিও করে ফেলেন। এরপর সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে সামশেরগঞ্জ থানার পুলিশ।
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানান- গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নওয়াজ শরীফ এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে গভীর রাতে সে আবার নিজের বাড়িতেই ফিরে আসে। গোপন সূত্রে খবর পেয়ে রাতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।