আমেরিকান কচ্ছপের দেখা মিলল সুন্দরবন এলাকায়

 

    হাসান লস্কর, সুন্দরবন:

    সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোতে যাদের বাস সেই সমস্ত প্রজাতির কচ্ছপ এখন সুন্দরবন লাগোয়া পুকুরে দেখা মিলছে লাল কানের কচ্ছপ। কিন্তু কয়েক হাজার মাইল পেরিয়ে কিভাবে এল সুন্দরবন এলাকায় তা নিয়েই জাগছে প্রশ্ন। লাল কানের কচ্ছপ বা রেড ইয়ারড স্লাইডার টারটেলের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সুন্দরবন এলাকায়। কয়েকদিন আগে গোসাবা ব্লকের বালি দ্বীপে গবেষণার কাজে গিয়ে স্থানীয় একটি পুকুরে এই বিলুপ্ত প্রজাতির কচ্ছপের সন্ধান পান জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুন্দরবন আঞ্চলিক অফিসের গবেষকরা। কচ্ছপটিকে উদ্ধার করে আনেন তারা। শুরু হয় একাধিক পরীক্ষা নিরীক্ষা। গবেষকদের দাবি এই ধরনের কচ্ছপ সুন্দরবনে মেলে না। সুদৃশ্য দেখতে হওয়ায় মূলত অ্যাকোরিয়ামে রাখা হয় এই কচ্ছপ। কিন্তু সেখান থেকে সুন্দরবনের জলাশয়ে কিভাবে এল এই কচ্ছপ তা নিয়েই গবেষণা শুরু করেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দফতরের সুন্দরবন আঞ্চলিক শাখার প্রধান জে এস যোগেশ কুমারের কথায় কয়েক বছর আগে রাজারহাট এলাকার একটি জলাশয়ে এমনি কচ্ছপের হদিস মিলেছিল। আমাদের প্রাথমিক অনুমান কেউ অ্যাকোরিয়ামে রাখার নাম করে বিক্রি করা হয়েছে এই কচ্ছপ। সেখান থেকেই হাত বদল হতে হতে সুন্দরবন এলাকায় এসেছে এটি। আমরা এ বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি।” পাশাপাশি তিনি জানান আমেরিকা যুক্তরাষ্ট্র সহ আশপাশের দেশগুলিতেই মূলত এগুলি পাওয়া বলে জানান তিনি। সূত্রের খবর, ২০১৫ সালে রাজারহাট এলাকার একটি জলাভূমিতে এই কচ্ছপের সন্ধান মিলেছিল এই লাল কান কচ্ছপের। দেশের মধ্যে গুজরাটে ২০১৫ সালে, গোয়ায় ২০১৮ সালেও এই কচ্ছপের হদিস মিলেছিল। তবে সুন্দরবন এলাকায় একেবারেই এই প্রথমবার লাল কানের কচ্ছপের দেখা মিলেছে বলেই দাবি বন দফতরের। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন,জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুন্দরবন আঞ্চলিক শাখার গবেষকরা এ বিষয়ে কাজ করছেন। নিশ্চয় আমরা এ বিষয়ে আরও বেশি তথ্য আগামিদিনে জানতে পারবো। পাশাপাশি এই প্রজাতির কচ্ছপ আরও রয়েছে কিনা সুন্দরবন এলাকায় সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।” আপাতত উদ্ধার হওয়া কচ্ছপটিকে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুন্দরবন আঞ্চলিক অফিস ক্যানিংয়ে রাখা হয়েছে।