|
---|
নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের বাসুদেবপুর ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই বাইক আরোহী যুবকের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকদের নাম, তন্ময় সরকার(৩০) এবং বিমান সরকার (২২)। উভয়ের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ফরিদপুর গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসাপাতালে ময়নাতদন্তে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে সুতির সাজুর মোড়ের দিক থেকে অ্যাপাচে বাইকে করে সামশেরগঞ্জের বাসুদেবপুর হয়ে ডাকবাংলার দিকে যাচ্ছিল তিন যুবক। সেসময় বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই সুতির মহেসাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনের চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। মধ্যরাতে বাসুদেবপুর বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঘিরে রীতিমতো সোরগোল সৃষ্টি হয় এলাকায়।