‘উইনার্স’- দের বর্ষপূর্তি।

    নতুন গতি নিউজ ডেস্ক : ওঁরা “উইনার্স”, ওঁদের চেনেন আপনারা।কলকাতা পুলিশের মহিলা কর্মীদের বিশেষ প্রশিক্ষিত বাহিনী।যাঁরা মোটরসাইকেলে চড়ে নিয়মিত নজরদারি চালান শহরের এ মাথা থেকে ও মাথা। যাঁদের মূল লক্ষ্য ইভটিজিং-এর মতো অপরাধকে দমন করা।পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া পথচলতি মানুষকে।

    রাস্তায় মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে প্রায় রোজই আমাদের ‘উইনার্স’ বাহিনীর হাতে আটক হন একাধিক। কেউ হয়তো পার্কে গোপনে মহিলাদের ছবি তুলতে গিয়ে নজর এড়াতে পারেননি ‘উইনার্স’-দের।কেউ হয়তো একটু নির্জন এলাকার ক্লাব-রেস্তোরাঁর আশেপাশের রাস্তাঘাট বেছে নিয়েছিলেন মহিলাদের উদ্দেশ্যে অশোভন অঙ্গভঙ্গির জন্য, এবং হাতেনাতে ধরা পড়েছেন আমাদের সদাসক্রিয় নারীবাহিনীর হাতে।

    গত বছরের ১১ জুলাই যাত্রা শুরু হয়েছিল “উইনার্স”-দের। বর্ষপূর্তি ঘটল পরশু। কয়েক ঝলক রইল ওঁদের পরশুর বিশেষ অভিযানের। ছড়িয়ে পড়ুক ওঁদের কথা, ওঁদের কাজের কথা। যাঁরা রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্ত করার সুযোগ খোঁজেন, তাঁরাও জানুন,’উইনার্স’ বাহিনী আছে, গলি থেকে রাজপথে।