|
---|
নূর মোহাম্মদ খান, হুগলি : পীরনগর দরবার শরিফে অনুষ্ঠিত হলো দাওয়াতে ইফতার এবং দোয়ার মজলিস প্রতিবছরের ন্যায় এ বছরও রমজান নির্ধারিত দিনে, পীরনগর শরীফের পীর আল্লামা আব্দুল আজিজ সাহেবের প্রতিষ্ঠিত ইফতার মজলিস সম্পন্ন হয়। এদিন বহু রোজাদার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে ইফতার এবং দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরনগর দরবার শরীফের পীরজাদা আব্দুল আজিম সাহেব, আব্দুল হালিম সাহেব, আব্দুল্লাহ সাহেব কালিমুল্লাহ সাহেব, এবং পীরজাদা আবুল কাশেম, কেজিএন মার্বেল কর্ণধার হাজী সিরাজুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা উপস্থিত সকলে জাতি ধর্ম নির্বিশেষে বার্তা দেন ।
পীরনগর দরবারের মুখ্য নির্দেশ পীরজাদা আবুল কাসেম সাহেব ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের বাসির উপর পাশবিক নির্যাতনের তীব্র নিন্দ করেন, এবং ভোট পরবর্তী হিংসা থেকে মানুষকে বিরত থাকতে বলেন ।
শেষে বিশ্ব শান্তি কামনা করে দোয়ার এবং ইফতার এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।