|
---|
সেখ আব্দুল আজিম, হুগলি : চন্ডীতলা সাতাশে রমজান ইফতারের মজলিস। গুড়গুড়ি পোতা আহলে হাদিস জামাতের জামে মসজিদ প্রাঙ্গনে মাদ্রাসায় ইফতারের মজলিস হয়। প্রসঙ্গত ইফতারের মজলিসে জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেন ছাড়াও রোজাদারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য গত কয়েকদিন যেভাবে সূর্যের তাপ ছিল আজ ভোর থেকে বৃষ্টি হয়। রোজাদার গণ উৎফুললের সাথে এফতার মজলিসে শামিল হন ।