|
---|
সংবাদদাতা : ঈদের আগে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা জলঙ্গি বাজারে ঈদে অসহায়ের মুখে হাসি ফোটাতে দুস্থ পরিবারের ছোট বড় নারী পুরুষ মিলিয়ে মোট একশ দশ (১১০) জনের হাতে ঈদ উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিলো দক্ষিণ ২৪ পরগনার শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক দায়বদ্ধতা নিয়ে পথ চলা সমাজ সেবামূলক সংস্থা ‘মানবতা’। উল্লেখ্য মানবতা নামক সংস্থাটি এই রমজানেই উত্তর ২৪ পরগনার দুই জায়গায় হাসনাবাদের কাটাখালি গ্রামে ও হাবরা এক নম্বর ব্লকের ঝনঝনিয়া গ্রামে ইফতার সামগ্রী তুলে দেয় ও স্বাস্থ্য শিবির পরিচালনা করে। এবং জানা যায় আগামী ১০ই এপ্রিল অর্থাৎ ঈদের আগের দিন দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের লক্ষীনারায়নপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি রেখেছে এই সংস্থা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা, ভাইস চেয়ারম্যান ডাক্তার আনোয়ার হোসেন, ঘোষপাড়া সর্বপল্লী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, জলঙ্গি বাজার সভাপতি সুশান্ত কুমার সাহা,সম্পাদক জহির আহমেদ,কোষাধ্যক্ষ আলতাব হোসেন,সদস্য নজরুল ইসলাম,মেডিকেল স্টুডেন্ট পারভেজ মোশারফ এছাড়াও ‘এসো অসহায়দের পাশে দাঁড়াই’ ও ‘মানবতার ফেরিওয়ালা’ নামক দুটি সমাজসেবামুলক সংস্থার প্রতিনিধিগণ। মানবতার পক্ষ থেকে উপস্থিত সমস্থ বিশিষ্টদের ব্যাচ উত্তরীয়র মাধ্যমে সম্মান জ্ঞাপন করা হয়।এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করে আব্দুল কাদের জিলানী। সম্পাদকীয় ভাষণে জুলফিকার আলী পিয়াদা জানান “বাংলার বিভিন্ন জেলায় অসহায়ের পাশে দাঁড়াতে নিরন্তর কাজ চালিয়ে যাওয়া মানবতার পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ অন্যান্য সামাজিক দায়বদ্ধতার একটা অংশ। তবে মানবতা শিক্ষার উপরে বেশি গুরুত্ব দেয় বিশেষ করে নারী শিক্ষার উপরে, কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড। আর নারীদেরকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষা ক্ষেত্রে তাহলে একটা সমাজের পরিবর্তন দ্রুত সম্ভব।”