|
---|
খান আরশাদ, বীরভূম:
আদিবাসী অধিকার মঞ্চ ও পশ্চিমবঙ্গ ন্যায় মঞ্চের তরফে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সিপিআইএম দলীয় কার্যালয়ে আলোচনা বৈঠক আয়োজিত হলো।
বর্তমান সরকারের আমলে আদিবাসীদের জল জঙ্গল অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই তাদের অধিকার ফিরিয়ে আনতে বামপন্থী সংগঠনগুলি জোট সরকার গঠন করার লক্ষ্যে বদ্ধপরিকর। বামপন্থী সংগঠন আদিবাসী অধিকার মঞ্চ ও পশ্চিমবঙ্গ ন্যায় মঞ্চের তরফে বিশেষ আলোচনা বৈঠক আয়োজিত হয় এবং নির্বাচনী আলোচনা করার পাশাপাশি আদিবাসীদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন আদিবাসী অধিকার মঞ্চের জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ কিস্কু, পশ্চিমবঙ্গ ন্যায় মঞ্চ ও আদিবাসী অধিকার মঞ্চের সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউড়ি, আদিবাসী অধিকার মঞ্চের ব্লক কমিটির সম্পাদক বাবুদাস পাউরিয়া ও বাবুলাল কিসকু, পশ্চিমবঙ্গ আদিবাসী ন্যায় মঞ্চের ব্লক কমিটির সম্পাদক শ্রীকান্ত দাস, প্রবীন নেতা কালো কোড়া ,উত্তম মিস্ত্রি, শুকদেব বাগদি প্রমুখ ।