|
---|
নিজস্ব সংবাদদাতা : ৭এপ্রিল, রবিবার ফুরফুরা শরীফে রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পির হোসেন সিদ্দিকী, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না,পিরজাদা মোয়ার্রেখিন সিদ্দিকী, ট্রাস্টের কর্নধার পিরজাদা মুনতাকিম সিদ্দিকী বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও কয়েক হাজার মানুষের হাতে তুলে দিচ্ছি।সব ধর্মের মানুষ কে দেওয়া হয় কারণ পির হোসেন সিদ্দিকী হুজুরের দেখানো পথেই আমরা মানবসেবা করি।মানব সেবাই বড় ধর্ম।