পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে কৈখালী হজ টাওয়ারে রাজ্য কমিটির মিটিং

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে কৈখালী হজ টাওয়ারে রাজ্য কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে সংগঠনের জেলা কমিটির সভাপতি ও সম্পাদকমন্ডলী ও রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্বদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের বন ওভূমির মাননীয় কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফরহাদ সাহেব বলেন, লোকসভা নির্বাচনে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন আমাদের রাজ্য কমিটির মিটিং ডাকা সম্ভব হয়নি। তবে আমরা এই সময়ে বসে ছিলাম না একুশে জুলাই থেকে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ ও ভূমিকা পালন করে এসেছি। মাননীয় মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণা সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই আমলে রাজ্যের মাদ্রাসাগুলির প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। মাদ্রাসা বিল্ডিং গুলির পরিকাঠামো থেকে পঠন পাঠনের যথেষ্ট উন্নতি হয়েছে। ঢালাওভাবে কন্যাশ্রী ও ঐক্যশ্রী প্রদান করা হয়েছে ছাত্র-ছাত্রীদের। এম এস কে , এস এস কে শিক্ষকদের সম্মান জনক বেতন বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের সমস্ত অনুমোদিত মাদ্রাসা আন এডেড মাদ্রাসা ও এম এস কে, এস এস কে গুলির পরিকাঠামো উন্নয়নে সরকার এক বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি এম এস কে, এস এস কে গুলিকে মাদ্রাসা বোর্ডের আওতায় নিয়ে আসার প্রয়াস চলছে। ফরহাদ সাহেব আরও বলেন , আমরা মাদ্রাসাগুলোতে ইতিমধ্যে ডেঙ্গু সচেতনতা সবুজায়ন ও জল বাঁচাও প্রাণ বাঁচাও কর্মসূচি সফলভাবে পালন করেছি। তিনি বলেন মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সংগঠনের উপদেষ্টা মন্ডলীর মাননীয় চেয়ারম্যান রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের পরামর্শে আমাদের যাবতীয় কর্মসূচি পরিচালিত হয় । তাই আগামী দিনে সরকার ও আধিকারিক বৃন্দের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আমাদের পেশাগত সুযোগ সুবিধা ও যাবতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবো। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্তের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি নুরুল হক বৈদ্য, সাধারণ সম্পাদক ইরফান আলী বিশ্বাস, নুরুল হক, আতাউর রহমান, আনসার আলী, শাকিলুর রহমান, মনজুর আহমেদ, শাকির, উচ্ছাস মন্ডল, প্রশান্ত শীল, প্রতিমা রায় প্রমূখ।