দিদিকে বলো, তৃণমূলের বৃহত্তর জনসংযোগ প্রচার কর্মসূচী সঙ্গে নিয়ে শান্তিপুরে মনসা পুজোয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।”

 

    শরিফুল ইসলাম, শান্তিপুর : দিদিকে বলো জনসংযোগ কর্মসূচিকে জনপ্রিয় ও কার্যকরী করার লক্ষ্যকে সামনে রেখে আজ বেড়দাস পাড়া বারোয়ারীর মনসা পূজোয় হাজির ছিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।
    তিনি তাঁর দিদিকে বলো’র পুরো টিম নিয়ে পুজো মণ্ডপে উপস্থিত থেকে প্রতিমা প্রণাম সেরে ওই অঞ্চলের সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার সমস্যা , ব্যক্তিগত অনুযোগ , অভিযোগ এলাকাবাসীর পক্ষ থেকে শোনেন। বিধায়ক ক্ষমতার মধ্য থেকে সঙ্গে সঙ্গে কিছু কিছু সমস্যার সমাধান করেন । কিছু নোট নেন। অবশিষ্ট গভীর সমস্যাগুলো ‘দিদিকে বলো’র নির্দিষ্ট নম্বরে ডায়েল করে অভিযোগ-পরামর্শ নথিভুক্ত করার অনুরোধ-পরামর্শ দেন।
    এদিন, বিধায়ক অরিন্দম বাবুর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান জননেতা কুমারেশ চক্রবর্তী, সংখ্যালঘু নেতা ইয়ারআলী মল্লিক,পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেন মন্ডল , শিক্ষক নেতা দীপঙ্কর চ্যাটার্জি , কৌশিক সাহা , শান্তনু রায়, রাজা, পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মন্ডল।


    শান্তিপুরের একদিকে গ্রাম অন্যদিকে শহর ‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচী নিয়ে আক্ষরিক অর্থেই গ্রাম-শহর কে মিলিয়ে দিয়েছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।
    চলতি মাসেই রাজ্যের সর্বত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন-সংযোগের এই ‘স্পেশাল ড্রাইভ’ ঘোষণার পর প্রায় প্রতিদিন-ই অন্যান্য বিধানসভা অঞ্চলের পাশাপাশি , বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তাঁর বিধানসভা অঞ্চল শান্তিপুরের কোন না কোনো গ্রাম, নয়তো শহরের কোনো পাড়া তিনি এবং তাঁর দিদিকে বলো টিম সঙ্গে করে উপস্থিত থেকে মাতিয়ে দিচ্ছেন তিনি।
    উন্নয়ন বনাম মেরুকরণ ঝরে হিন্দি বলয়ের সঙ্গে এই বাংলায়ও গেরুয়া রাজনীতির অধিপত্যের সূচনা হলে শাসক দল তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি নজরে আনেন এবং নিজের হাতে বিষয়টি ধরেন । সাধারণ নির্বাচনে ধর্মীয় উন্মাদনায় আক্রান্ত বাংলায় বিজেপির বে-নজির সাফল্যে উদ্বিগ্ন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আর এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিভিন্ন রাজনৈতিক প্রকৌশলের অংশ হিসাবে দল নেত্রী তাঁর দলীয় কর্মী-পদাধিকার ও বিধায়কদের সাধারণ মানুষের দরবারে গিয়ে সরাসরি তাঁদের আবেদন-নিবেদন, অভাব-অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
    সমাজ জীবনের সর্বক্ষেত্রে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার পরও খানিকটা ঘাঁটতি বা কারো বিশ্বাস ঘাতকতাই হয়তো দলকে বিপর্যয়ের মুখে ফেলেছে।
    মানুষের প্রতি প্রবল বিশ্বাসী মমতা আর একবার তাঁর সরকারের ও দলের দুর্বলতা গুলি চিহ্নিত করে সে সম্পর্কে পদক্ষেপ নিয়ে দলকে ঘুরে দাঁড় করাতে চান তৃণমূল সুপ্রিমো। সম্ভবত সেই বার্তায় পৌঁছে দিতে সরাসরি মানুষের দরবারে রাজ্যজুড়ে চলছে সাম্প্রতিক সময় কালের মধ্যে সবচেয়ে বড় জনসংযোগ কর্মসূচি। আর তারই অংশ হিসাবে দলীয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য’র নেতৃত্বে শান্তিপুরে চলছে এই অভিনব জনসংযোগ কর্মসূচী ‘দিদিকে বলো।’