|
---|
নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার উৎসব সবার। এই মূল বিষয় কে কেন্দ্র করে, অন্যান্য বছরের মতো এবারও আসন্ন পবিত্র খুশীর ঈদ উপলক্ষে দুস্থ-অসহায় ও পিছিয়েপরা পরিবারের মধ্যে একটু আনন্দ দেওয়ার প্রয়াস বাস্তবায়িত হলো FRIENDS HELPING CIRCLE এর দ্বারা। ইফতারি মাহফিল সঙ্গে নতুন বস্ত্র উপহার এর মাধ্যমে।
শুক্রবার বারুইপুর থানার অন্তর্গত ৺পুড়ী, স্বপ্নপুরী পিকনিক গার্ডেন এ বসেছিল এক চাঁদের হাট। উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার আইসি ইন্দ্রানী চ্যাটার্জী, বারুইপুর থানার আইসি সমরজিৎ রায়, বিশিষ্ট সমাজ কর্মী এম ডি সাইদুল লস্কর, সুমিত মন্ডল, অসীমা দে, দেবাশীষ দাস, জাহির হোসেন, ডা: এম এই খান প্রমুখ।
এদিনে ১০০ অধিক পরিবারের শিশু, কিশোর, কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে তুলে দিলেন আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে নতুন বস্তু, ইফতারি ও রাত্রি ভোজের জন্য বিরিয়ানি।
একই সঙ্গে মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে।
আইসি ইন্দ্রানী চ্যাটার্জী স্যানিটারি ন্যাপকিন ব্যাবহারের পক্ষে সকলকে সচেতন করেন।
সংস্থার তরফে বাবাই মন্ডল জানিয়েছেন, সারা বছরই আমরা বিভিন্ন রকম সমাজ সেবা মূলক কাজ করে থাকি। বিগত বছরের ন্যায় চলতি বছরের রমযান মাসে ঈদের আগে সাধারণ অসহায় পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে আমরা অত্যন্ত খুশী। এদিনে ইফতারি পরিবেশন করেন সুরজিৎ, রত্না, মিনতি, রূপা, সাগীর, তহমিনা, ইয়াসমিন রা।