|
---|
হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সম্প্রতি প্যালেস্টাইনের উপর ইসরাইলের নিশংস অ-মানবিক আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রমিস কলকাতার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রমিস ওপেন স্কুলের পক্ষ থেকে রবিবার সকালে ভুবনেশ্বরী থেকে শনিবারের বাজার পর্যন্ত মুখে কালো কাপড় বেধে মৌন মিছিলে দুই শতাধিক স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকরা। প্রমিস ওপেন স্কুলের ৫ টি শাখা কুলতলীর মৈপিঠ গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর, বৈকুন্ঠপুর, বিনোদপুর ও ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের ভুবনেশ্বরী ও মধ্য গুড়গুড়িয়া এলাকার ২০০ জন পড়ুয়া, শিক্ষিকা ও অভিভাবকরা মৌন মিছিলে অংশগ্রহণ করে। ভুবনেশ্বরীতে প্রমিস ওপেন স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়। প্রায় ২ কিমি ধরে মিছিল করে তারা। এদিন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সাম্মানিক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার কলকাতার বাঙালি পরিবারে জন্ম নেওয়া আমেরিকাবাসী গৃহবধূ জয়া বসু, প্রজেক্ট ম্যানেজার প্রবীর মিশ্র সহ অন্যান্যরা।
উল্লেখ্য, কলকাতার বাঙালি পরিবারে জন্মহয় জয়া বসুর,বর্তমানে তিনি উত্তর আমেরিকার নাগরিক। শ্বাশুড়ি ছন্দা বসু (দত্ত) স্বামী বিবেকানন্দ পরিবারের পো পৌত্রি। খাদ্য ও বাসস্থানের পাশাপাশি অনগ্রসর সম্প্রদায়ের শিশুদের শিক্ষার লক্ষ্যে সেখানে প্রমিস ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি চারিটেবল ট্রাস্ট গড়ে তোলেন। শিক্ষার প্রসার বাড়াতে তিনি প্রমিস কলকাতা নামে একটি চারিটেবল ট্রাস্ট গড়ে তোলেন। সেই সংগঠনের মাধ্যমে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৈপিঠ কোস্টাল থানা এলাকায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে মোট ৫ শতাধিক পড়ুয়া পড়াশোনা করে। এছাড়া কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের কোয়াবাটি শিশুদের জন্য তিনি স্কুল গড়ে তুলেছেন মূলত এখানে আধুনিক শিক্ষা প্রদানের বন্দোবস্ত আছে আগামী দিনে পিছিয়ে পড়া গ্রামে, তারা আরো বেশি সংখ্যায় স্কুল গড়ার চিন্তাভাবনা করছেন।