|
---|
হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ১৩ই নভেম্বর সোমবার খুন হয় জয়নগর থানার বামুনগাছি গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রধান এর স্বামী সাইফুদ্দিন লস্কর। ছাব্বিশে নভেম্বর রবিবার বিকালে মরিস্বর মতিলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, আইএনটিটিইউসির জেলা সভাপতি শক্তিপদ মন্ডল, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস তুহিন বিশ্বাস,রাজু লস্কর,ওয়াহিদ মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি। পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি প্রথম সাইফুদ্দিন লস্করের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশেই সদা সর্বদা থাকবে এমনই আশ্বাস দেন। মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইফুদ্দিন লস্করের পরিবারের দিকে খেয়াল রাখছেন। বিজেপি ও সিপিআইমের যে সমস্ত নেতা-নেত্রীরা এই এলাকায় এসে অশান্তি সৃষ্টি করছেন তাদের এই অশান্তি তৃণমূল কখনোই পছন্দ করেনা। উন্নয়নের বাতাবরণ দিয়ে তৃণমূল কংগ্রেস তার সংগঠন বাড়াচ্ছে এবং সাইফুদ্দিন খুনের বিষয়ে তিনি উচ্চ পর্যায়ের তদন্তের কথা জানান। আজ একই দিনে জয়নগরের দলুয়াখাকি গ্রামে কামধনির দুই প্রতিবাদী নেত্রী টুম্পা ও মৌসুমী তারা আসেন এবং কিছু ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন। ইতিপূর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলুয়া খাকি গ্রামে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতা করতে দেখা যায় তাকে। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী ক্রান্তি গাঙ্গুলী সায়ন ব্যানার্জি হাইকোর্টের অর্ডার নিয়ে এলেও সে ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কে বিনা অর্ডারে তাকে ওখানে যেতে দেয়া হয়।
আজ এই স্মরণ সভায় ফিরহাদ হাকিমের গলায় শোনা যায় তৃণমূল কংগ্রেসের নেতা কে খুন করা হলো আর সেক্ষেত্রে কয়েকটা বিরোধীদের ঘর তারাই ভেঙেছে এবং সে ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের উপরে দেয়া হচ্ছে দোষ এবং নিজেদের ঘর নিজেরাই ভেঙে তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাচ্ছে। সাইফুদ্দিনকে যারা গুলি করে খুন করল সি পিআইএম নেতা আনিসুর রহমান সহ তিনজন গ্রেফতার হলেও এখনো বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।