|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে বেনজির ঘটনার সাক্ষী থাকলো সংসদ। কৃষি বিলের প্রতিবাদ করতে গিয়ে বিরোধী সাংসদরা ওয়েলে নেমে ডেপুটি-চেয়ারম্যানকে লক্ষ্য করে রুলবুক ছোড়া, বিলের কপি ছিঁড়ে দেওয়া সহ একাধিক কার্যক্রম ঘটায়। এই ঘটনায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ন, দোলা সেন-সহ ৮ সাংসদকে বহিস্কার করার ঘোষণা করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। আগামী এক সপ্তাহের জন্য এই ৮ সাংসদ সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন না৷ আজ এই ঘোষণার পর ডেরেককে অধিবেশন ছেড়ে চলে যেতে নির্দেশ দেন বেঙ্কাইয়া নাইডু। প্রসঙ্গত উল্লেখ্য যে কৃষি বিলের বিরোধিতায় গতকালের পর আজও বিক্ষোভ চলতে থাকে সংসদ ভবনে ।