|
---|
অতনু ঘোষ, নতুন গতি, পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। এবছর তৃণমূল কংগ্রেস বেশ কিছু তারকা প্রার্থী ও নতুন মুখ তুলে এনেছে।সারাবাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দেখা গেছে মনের প্রার্থী পেয়ে খুশিতে সবুজ আবার খেলতে দেখা গেছে তৃণমূল কর্মী সমর্থকদের আবার কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মেমারির ভূমিপুত্র মধুসূদন ভট্টাচার্য সাধারণ মানুষদের সাথে পরিচিতি ও ভোট প্রচার করলেন দুর্গাপুর অঞ্চলের দেবীপুরে।আজকের ভোট প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল ছিল তুঙ্গে, তা দেখে দেখে এটা প্রমাণিত যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেমারি বিধানসভা কেন্দ্রের জন্য সঠিক প্রার্থীই মনোনীত করেছেন। আমাদের প্রতিনিধির মুখোমুখি তিনি বলেন যে নিজের জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী।