পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বীরভূমোর বিভিন্ন জায়গায় অবস্হান বিক্ষোভে তৃনমূল

মহিউদ্দীন আহমেদ, বোলপুর: কেন্দ্রীয় সরকারের পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি বীরভূমেও আন্দোলনে নামলো তৃনমূল। এদিন বোলপুর থেকে ইলামবাজার, সিউড়ী, সাঁইথিয়া সব জায়গায় অবস্হান বিক্ষোভ প্রদশন করে তৃনমূল নেতৃত্ব।

    সেখানে দলের সাধারন নেতা নেত্রীদের পাশাপাশি বিধায়ক, সাংসদদেরও সামিল হতে দেখা যায়। সাঁইথিয়া শহরে প্রতিবাদে অংশ নেন সাংসদ শতাব্দী রায়। হাতে প্লাকার্ড নিয়ে তিনি প্রতিবাদ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নামার ডাক দেওয়া হয়। সেই মতো কলকাতাতে যেমন দলের সাংসদ, বিধায়ক থেকে মুখপাত্র সকলকে দেখা যায় বিক্ষোভ মঞ্চে তেমনি জেলায় জেলায় প্রতিবাদে সামিল হয় সব নেতা থেকে বিধায়ক সাংসদ সকলেই। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল রান্নার গ্যাস সহ সব জিনিসের দাম বৃদ্ধি করায় চরম সমস্যায় পড়ছেন সাধারন মানুষ।