কেশপুরে পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও গণস্বাক্ষর অভিযান

কেশপুর: রাজ্যে কোথাও কুশপুতুল দাহ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাওবা প্রতিবাদ সভা। পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে জেলায় জেলায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। বিগত কয়েকদিন ধরেই জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে রাজ্যের শাসকদল। শনিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল পেট্রোলের মূল্যবৃদ্ধি ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল কর্মীরা।

    পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুরের আনন্দপুর পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই সঙ্গে গণ স্বাক্ষর অভিযান হয়। উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী উত্তমানন্দ ত্রিপাঠী মহাশয় ও ও কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল থেকে শুরু করে ব্লক নেতৃত্বগন।