|
---|
দার্জিলিং: এলাকায় কার গ্রহণযোগ্যতা কতটা তা দেখেই বাছাই করা হবে প্রার্থী। থাকতে পারে একগুচ্ছ নয়া মুখ। পরিবারের কেউ জেলা নেতৃত্বে রয়েছে বলেই , পরিবারের সদস্য পাবে টিকিট এরকম যুক্তি নেই ।
কলকাতা পুর ভোটের প্রার্থী তালিকা বাছাইয়ের মডেল অনুযায়ী এবার নিজেদের প্রস্তুত করছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস । দার্জিলিং জেলায় এবার ঘাস ফুলের জয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে জেলা নেতৃত্ব । তবে এ বছরে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ৪৭ টি ওয়ার্ডের মধ্যে এমন বেশ কিছু ওয়ার্ড রয়েছে যা মহিলা সংরক্ষিত । ফলে জয়ী কাউন্সিলরদের নিজেদের গড় ময়দানে নামার সম্ভাবনা থাকছে কম। সেক্ষেত্রে অনেকেই নিজের পরিবারের মহিলা সদস্যের নাম সুপারিশ করছে প্রার্থী তালিকায়। এদিকে যুগলবন্দি দম্পতি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাথমিক স্তরে অনীহা রয়েছে জেলা নেতৃত্বের।
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ জানিয়েছেন , কলকাতা ভোটের প্রার্থী তালিকার মডেল অনুযায়ী তালিকা তৈরির চেষ্টা চলছে শিলিগুড়ি পুর ভোটের ক্ষেত্রে। থাকতে পারে এক ঝাঁক নতুন মুখ। এমনও হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে এলাকার মানুষের কাছে ভালো গ্রহণ যোগ্যতা রয়েছে । সেক্ষেত্রে জেলা তৃণমূলের তালিকায় থাকতে পারে সেরকম নাম। পরিবারের একজন জেলা নেতৃত্বের নেতা বলে পরিবারের অন্য কারোর নাম জেলা নেতৃত্বের তালিকায় থাকবে এর কোন মানে নেই। এলাকায় গ্রহণ যোগ্যতা কতখানি তা দেখেই রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে প্রার্থী তালিকার নাম।
তবে কোন এলাকা থেকে কে প্রার্থী হবে জেলা নেতৃত্ব এর পক্ষ থেকে সে তালিকা পাঠানো হয়েছে। তার বাইরে থেকেও কেউ প্রার্থী হবে কিনা সেই সমস্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য নেতৃত্ব। দিদির পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করার দায়িত্ব দলের সকলের এবং সেই পথেই এগোচ্ছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।