হাঁসখালি ধর্ষণ কান্ড: বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের; তীব্র নিন্দা করলেন অধীর রঞ্জন চৌধুরী

নতুন গতি নিউজ ডেস্ক: সোমবার মিলনমেলা প্রাঙ্গণের উদ্বোধনী মঞ্চ থেকে হাঁসখালি কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেন “আপনি রেপড বলবেন নাকি প্রেগন্যান্ট বলবেন নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন? সেটা খতিয়ে দেখেছেন কী? আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি। হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে। মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখ, পুলিশ জেনেছে ১০ তারিখে। আপনারা বলুন কোনওরকম অভিযোগ থাকলে ৫ তারিখ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন না কেন? দেহটা পুড়িয়ে দেওয়া হল। আমি সবটা না জেনেও বলছি প্রমাণ পাবে কোথা থেকে? আসলে ধর্ষণ নাকি অন্তঃসত্ত্বা ছিল নাকি অন্য কোনও কারণ আছে? নাকি কেউ ধরে দু’টো চড় মেরেছে? শরীরটা খারাপ হয়েছে। প্রেমের সম্পর্ক তো ছিলই শুনেছি। বাড়ির লোক, পাড়ার লোকেরাও জানত। এখন যদি কোনও ছেলেমেয়ে, কেউ কারও সঙ্গে প্রেম করে, আমার পক্ষে তাকে আটকানো সম্ভব নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে লাভ জিহাদ করব। এটা তার স্বাধীনতা। হ্যাঁ এটা আমরা নিশ্চয়ই দেখব, যদি কেউ কোনও অন্যায় করে তার ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির ক্ষেত্রে কোনও রং দেখা হচ্ছে না।” পুলিশের পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনও ঘটনার তদন্ত করবে।

    এদিন কেশপুরে একটি খুনের ঘটনায় ১২১জন তৃণমূল নেতাকে সিবিআই তলব নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “২০২৪-এ তৃণমূল বেগ দেবে এটাই আসল ভয়। একটা খুনে ১২১ জনকে তলব? এটা কেমন তদন্ত? কী চলছে সবাই জানি। এত দুর্বল ভাববেন না। শান্তির জন্য যা যা করা দরকার তা করব। আজকে লোকে দু’টো খেতে পাচ্ছে আপনাদের ভাল লাগছে না।”

    মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ তিনি। তাঁর বক্তব্য একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একথা বলা উচিত নয়।