|
---|
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ঐতিহ্যবাহী পটচিত্র শিল্প কে পুনরুজ্জ্বীবিত করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে হবিচক-নানকারচক লোকশিক্ষা শিল্প পটুয়া সমিতির আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে চারদিন ব্যাপি পটচিত্র উৎসব।উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপকুমার জানা। উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বেঙ্গলের কর্ণধার রাজর্ষি দাস,চন্ডীপুর ব্লকের শ্যামসুন্দরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণাংশু প্রধান,পরিবেশ প্রেমী মধুসূদন পড়ুয়া,স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রণব শঙ্কর করন এবং ডালিয়া বেরা।
সংস্থার সম্পাদক আবেদ চিত্রকর জানান, “গতবছর করোনা পরিস্থিতির জেরে পটচিত্র উৎসব বন্ধ ছিল।সেখান থেকে এবছর আমরা নিউ নর্মালে আবার নতুন করে ফিরে এসেছি।”এই উৎসব ঘিরে থাকছে বস্ত্রদান শিবির,রক্তদান শিবির,পটচিত্র সম্পর্কিত বসে আঁকো প্রতিযোগিতা ও আলোচনা সভা।প্রত্যেকদিন সন্ধ্যায় থাকছে বাউল গান ও ফকির গানের আসর।উৎসব চলবে আগামী ৮ মার্চ পযর্ন্ত।