আবারো আজি বধ, সিরিজে ২ -০ তে এগিয়ে ভারত

সজল দাশগুপ্ত: একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের বদলা ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হওয়ার পর আবারো সূর্য কুমারের নেতৃত্বে টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে দুই উইকেটে জয়ী হবার পর রবিবার তিরুবন্তপূরমে দ্বিতীয় টি-২০ ম্যাচেও স্টিভ স্মিথ,ম্যাথু ওয়েডদের একবারে হেলায় হারিয়ে দিল রিঙ্কু সিংরা।

    এদিন জসস্বী জসওয়াল,রিতুরাজ গাইকোয়াড,ঈশান কিষানের মারকুটে অর্ধশতরান , বিশেষ সংযোজন শেষে মাত্র ৯ বলে রিঙ্কু সিংএর ৩২ রান। যার সুবাদে ভারত ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করে। ২৩৬ রান করলে জিততে হবে এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে অজিরা। স্টোয়াইন্স টিম ডেভিড ও ম্যাথু ওয়েড ছাড়া কোনো ব্যাটারই ভারতীয় বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি।শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১রান তোলে। ভারত ৪৪ রানে জিতে নেয় ম্যাচ, সিরিজে ২-০তে এগিয়ে গেল। আগামী ২৮শে নভেম্বর রয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। মুখোমুখি হবে এই দুই দেশ। ওই ম্যাচটি জিতলেই সিরিজ জিতবে ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হারে কিছুটা হয়তো প্রলেপ দিতে পারবে সূর্য কুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া।