|
---|
নিজস্ব সংবাদদাতা :অবশেষে সমস্ত জল্পনার অবসান, বাংলার ক্রিকেট প্রেমীরা কিছুটা হতাশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালের জন্য ভারতীয় দলের উইকেট রক্ষক হিসেবে ঈশান-কিসাণকে বেছে নিলেন নির্বাচক মন্ডলী। প্রসঙ্গত কে এল রাহুল চট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকেই রীতিমতো আলোচনায় হচ্ছিল ঋদ্ধিমান সাহা কে নিয়ে। চলতি আইপিএলে অনবদ্ধ ফর্মে রয়েছেন ঋদ্ধিমান সাহা। গত রবিবার লখনৌর বিরুদ্ধে দুর্দান্ত অর্থ সতরন করেছিলেন ঋদ্ধিমান সাহা। তবে নির্বাচকমণ্ডলী বেছে নিলেন ঈশানকে। উইকেট কিপিং এর থেকে ব্যাটিং এর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কে এল রাহুলের ডান পায়ে চোট। খেলতে পারছেন না অস্ত্রপোচার হবে। রাহুলের জায়গায় বেছে নেওয়া হয়েছে ঈশান কিষানকে। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল। ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। নির্বাচকদের এই সিদ্ধান্তে কিছুটা হলেও হতাশ ক্রিকেট প্রেমীরা।