পাঁচ হাজার তৃণমুল কর্মী নিয়ে জাকিরের ইফতার মজলিস

আজিজুর রহমান, গলসি : গলসি ১ নং ব্লক তৃণমূল প্রাক্তন সভাপতি জাকির হোসেনকে এবারের লোকসভা নির্বাচনে প্রচারে শুরুতে দেখা যায়নি। যা নিয়ে দলের অন্দরে বেশ গুঞ্জন শুরু হয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে ছাড়েনি বিজেপি। কারন গলসি ১ নং ব্লকের জনপ্রিয় নেতা জাকিরকে কেউ ভোট প্রচারে ডাকেন বলে খোদ দাবী করেন জাকির। সেইজন্য গোটা ব্লকে তার কমবেশি পাঁচ হাজার সক্রিয় ছেলে বসে আছে বলে জানান জাকির। তবে এবার দলের ডাক পেয়ে তিনি কোমর বেঁধে নামলেন। প্রার্থীকে জেতাতে বলে গলসি ১নং ব্লকের পুরসাতে ইফতার মজলিসের আয়োজন করেন প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন। যেখানে একটি অঞ্চলের কমবেশি পাঁচ হাজার মানুষ ইফতার করেন। বর্ধমান দূর্গাপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। তাকে জেতাতে জাকিরের কোমর বেঁধে নেমেছেন বলে জানা গেছে। এদিনের ইফতার মজলিসে সহযোগিতা করেন স্থানীয় তৃণমূল নেতা সেখ কমল ও পুরসা তৃণমূল কংগ্রেস কর্মীরা। ইফতার মজলিসের পাশাপাশি প্রার্থীকে সঙ্গে নিয়ে নির্বাচনী সভারও আয়োজন করা হয়। এদিন সভা শেষে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, গলসি নেতারা প্রচুর খাটছেন। তাই এখান থেকে বিরাট লিড হবে। জাকির হোসেন জানিয়েছেন, ব্লকের সমস্ত বসে থাকা তৃণমূল কর্মী ও নেতৃত্ব কে এক কাছে করে কীর্তি আজাদকে সঙ্গে রেখে আজ আমরা শপথ নিলাম। লোকসভা নির্বাচনে গলসি ১ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করাবো।