বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ধমানে অনুষ্ঠিত হল ডায়েট ক্যাম্প।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ধমানে অনুষ্ঠিত হল ডায়েট ক্যাম্প।৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্যই মানুষের সম্পদ। এই ঐতিহ্যপূর্ণ দিনটিকে মর্যাদার সঙ্গে স্মরণ করল বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। ২০২৪ এর বিশ্বস্বাস্থ্য দিবসের থিম : মাই হেলথ মাই রাইট। আমার স্বাস্থ্য আমার অধিকার। এই বার্তাকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সংস্থাটি বদ্ধপরিকর। সকলকে স্বাস্থ্য সচেতন করে তুলতে স্বাস্থ্যের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল করে গড়ে তুলতে সংস্থাটি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ৭ এপ্রিল সংস্থাটি বর্ধমান শহরের পুলিশ লাইন বাজারে আয়োজন করেছিল এক সদর্থক ডায়েট ক্যাম্পের। পুলিশ কর্মী থেকে শিক্ষক এবং পথ চলিত সাধারন মানুষকে বিনামূল্যের ডায়েট চার্ট দেয়া হয় এবং স্বাস্থ্য সচেতন করা হয়। ডায়েটিশিয়ান লাবনী ভট্টাচার্য ও সুদীপ মণ্ডল বলেন, তীব্র গরমের সুস্থ থাকার একমাত্র উপায় হল ডায়েট চার্ট মেনে খাদ্য গ্রহণ। অধিকাংশ রোগ উপসর্গ দেখা দেয় বে লাগাম খাদ্য গ্রহণ। সংস্থার সম্পাদক মজুমদার বলেন, সুস্বাস্থ্য সকলের প্রাথমিক অধিকার হওয়া উচিত এবং তা ওষুধের মাধ্যমে নয় সঠিক খাদ্যাভ্যাস এর মাধ্যমেই পাওয়া সম্ভব। স্কুল শিক্ষক দীনেশ সাঁতরা নিজের জন্য ডায়েট চার্ট তৈরি করিয়ে বলেন, এমন ক্যাম্প প্রতিটি প্রত্যন্ত এলাকাতেও হওয়া দরকার। মানুষ স্বাস্থ্য সচেতন না হলে মানুষের দুর্ভোগ কমানো যাবে না। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, প্রকৃতির উপর খাদ্য তালিকা মেনে খাবার খাওয়া দরকার। এদিনের ক্যাম্পে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন তামান্না শবনম, অনন্যা কর, প্রীতম ঘোষ প্রমুখ।