বিষয়ঃ প্রাদেশিক জমঈয়তে আহলে হাদীসে পক্ষ থেকে অনাড়ম্বর ভাবে ঈদ পালনের আবেদন।

বিষয়ঃ_প্রাদেশিক_জমঈয়তে_আহলে_হাদীসে_পক্ষ_থেকে_অনাড়ম্বর_ভাবে_ঈদ_পালনের_আবেদ।

    আস-সালামু আলাইকুম,

    করোনার ভয়াল প্রেক্ষিত ও জনমানসের সামগ্রীক কল্যাণকে সম্মুখে রেখে প্রাদেশিক জমঈয়তে আহলে হাদীসের তরফ থেকে আপামর জনগণের নিকট এই মর্মে নিদারুণ আবেদন জানানো হচ্ছে যে-এবারের ঈদুল ফিতরের অনুষ্ঠান আপনারা অত্যন্ত অনাড়ম্বর ভাবে পালন করবার চেস্টা করুন। আবশ্যিক প্রয়োজন ব্যাতীত নিছক ঐতিহ্য বা সাড়ম্বরতাকে বজায় রাখার কারণে কোনোরূপ পোষাক পরিচ্ছদ খরিদ করা থেকে বিরত থাকুন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা-কাটা করার ক্ষেত্রেও সরকারী নির্দেশিকাকে মান্যতা দিয়ে পূর্ণরূপে সুকঠোর সতর্কতা বজায় রাখুন। লকডাউনের এই দুর্বিষহকালে অপচয়ের পন্থা অবলম্বন করার বিপরীতে অধিক সাশ্রয়ী এবং দানশীল ভুমিকা পালন করুন,তা প্রত্যেকের জন্যেই হৃতকর হবে।

    মনে রাখবেন, আপনার অযথা বিলাসিতা আপনার ও অন্য পরিবারের ক্লেশ-ক্লেদের কারণ হয়ে দাড়াতে পারে। আপনার ঔদ্ধত্বতা জাতির উপর কালিমা লেপনের অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে।

    সুতরাং সাবধান থাকুন সতর্ক থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন ও সামগ্রীকভাবে কল্যাণ কামনায় আল্লাহর সমীপে নিরন্তর আকুল মিনতি জানাতে থাকুন। ওয়াসসালাম-

    #মুখপাত্র
    প্রদেশিক জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ

    YouTube link