গলসির পুরসা হাসপাতালে শীতল পানীয় জলের মেশিন দান

আজিজুর রহমান, গলসি : জল ছাড়া জনজীবন টিকতে পারে না। তাই জলের অপর নাম জীবন। শীতল পানীয় জলদান সামজে অনেক বড় দান। যা মানুষ বারে বারে উপলব্ধি করেছে। আর এবার সেই কাজ করে দেখালেন একদল তৃণমূলকর্মী। তাদের উদ্যোগে গলসির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শীতল পানীয় জলের মেশিন বসানো হল। জানতে পারা গেছে, কয়েকমাস আগেই পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র শীতল পানীয় জলের মেশিন নষ্ট হয়ে যায়। যার জন্য রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা নলকুপ থেকে জলপান করছিলেন। শীতল ও পরিশোধিত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছিলেন হাসপাতালে আগত রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। এ কথা উপলব্ধি করেন স্থানীয় পুরসা গ্রাম তৃণমূল কংগ্রেসের নেতা সেখ কমল। এর পরই তিনি উদ্দ্যোগ নিয়ে একটি নতুন শীতল পানীয় জলের মেশিন কিনে দেওয়ার ব্যবস্থা করেন। তার ওই কাজে সহযোগিতা করেন গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা জাকির হোসেন। পাশাপাশি গ্রামের সকল তৃণমূল কর্মীরা তাকে সহযোগিতা করেন। শনিবার সকালে ফিতে কেটে ওই শীতল পানীয় জলের মেশিনের শুভ উদ্বোধন করলেন গলসির বিধায়ক নেপাল ঘোরুই। কমলের এমন কাজের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি তার ওই কাজের প্রশংসা করেছেন পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ডাক্তার ফারুক হোসেন ও ব্লক তৃণমূল নেতা জাকির হোসেন। পার্শ্ববর্তী গ্রাম থেকে হাসপাতালে আগত সেখ স্বপন ও ইরফান মন্ডল বলেন, এমন ভাবে মানু‌ষের জন্য জনকল্যাণমূলক কাজ করলে সমাজের উপকার আসবে। এমন কাজ যে বা যারা করেছেন তাদের ধন্যবাদ। স্থানীয় তৃণমুল নেতা সেখ কমল বলেন, আমাদের হাসপাতালের আমুল পরিবর্তন এনেছেন বিএমওএইচ ডাক্তার ফারুক হোসেন। বর্তমানে এখানে প্রতিদিন পাঁচশোর অধিক মানুষ আসেন চিকিৎসা করাতে। তাই তাদের অভিভাবক জাকির হোসেনের নির্দেশে হাসপাতালের সকল কাজে তারা সহযোগিতা করেন। আগামী দিনেও তারা ওই কাজ করবেন।