একটি নীল গাইয়ের উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হল ইংলিশবাজারের মাণিকপুর এলাকায়

নতুন গতি নিউজডেস্ক: লোকালয়ে একটি নীল গাইয়ের উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হল ইংলিশবাজারের মাণিকপুর এলাকায়। লোকালয়ে ঢুকে পড়ে বিভ্রান্ত হয়ে পড়ে ওই নীলগাইটি। এদিক ওদিক ছুটতে থাকে ওই প্রাণীটি। প্রথমে ঘাবড়ে গেলেও পড়ে ওই নীল গাইয়ের পিছন পিছন ছুটতে শুরু করে এলাকার লোকেরাও। তাদের অভিযোগ যে ওই নীলগাইটি বন্যার সময় কোনও ভাবে ওই এলাকার লাগোয়া জঙ্গলে চলে এসেছিল। তখনই বন দফতরকে খবর দেওয়া হলেও প্রাণীটিকে নিয়ে যাওয়া হয় নি। দীর্ঘদিন ধরে এলাকায় দেখা না যাওয়ায় ওই নীলগাইয়ের কথা ভুলেই গেছিল ওই এলাকার লোকেরা। কিন্তু মঙ্গলবার সকালে আবার জনবসতি এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় প্রাণীটিকে। ছোট ছোট শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। গ্রামবাসীরা বলেন যে বন দফতরকে এদিনও খবর দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। প্রাণীটিকে উদ্ধারও করা হয় নি। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই ওই নীলগাইটিকে ধরে ফেলে পাশের জঙ্গল এলাকায় ছেড়ে দিয়ে আসে। তাদের দাবি অবিলম্বে বন দফতর থেকে এসে ওই প্রাণীটিকে নিয়ে যাওয়া হোক। তা না হলে আবার লোকালয়ে চলে আসতে পারে ওই বুনো জন্তুটি। ফলে ওই প্রাণীটির যেমন জীবন সংশয় হতে পারে তেমনই সমস্যায় পড়তে পারে এলাকার বাসিন্দা ও শিশুরা। এই বিষয়ে বন দফতরের কোনো বক্তব্য পাওয়া যায় নি।