কোয়ারান্টাইন সেন্টারের বাসিন্দাদের খাবার পৌঁছে দিলেন কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাফিকুল আলম।

নতুন গতি নিউজডেস্ক: নিজের উদ্যোগে মোথাবাড়ির বিভিন্ন কোয়ারান্টাইন সেন্টারের বাসিন্দাদের খাবার পৌঁছে দিলেন কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাফিকুল আলম। তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য মিঠুন মন্ডল। সাফিকুল আলম বলেন, বাঙ্গিটোলা এলাকাতেই প্রায় পাঁচটি কোয়ারান্টাইন সেন্টার আছে। বিভিন্ন রাজ্যে যারা লেবার খেটে ফিরেছেন তারা ওই সেন্টারগুলিতে ১৪দিন করে থাকচফহেন। কারণ ভিন রাজ্য থেকে ফিরেই তারা নিজেদের বাড়িতে চলে গেলে তাদের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হতে পারেন। এতে করে গোটা গ্রাম ও জেলাও করোনায় আক্রান্ত হতে পারেন। তাই তারা নিজেরাই কোয়ারান্টাইন সেন্টারে থাকছেন। কিন্তু সেখানে থাকলেও তাদের খাওয়াদাওয়া দরকার। তাই আমি এই খাবার দিচ্ছি। কয়েকশো লোকের হাতে চাল ডাল তেল আলু প্রভৃতি পৌঁছে দিয়ে এসেছি। এর ফলে কোয়ারান্টাইন সেন্টারে থাকাকালীন তাদের খাবারের সমস্যা হবে না। সফিকুল আলমের এই কাজের প্রশংসা করেছেন কোয়ারান্টাইন সেন্টারে থাকা শ্রমিকরা ও গ্রামবাসী। তারা বলেন লকডাউন শুরু হবার পর থেকেই অনেক মানবিক কাজ করে চলেছেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। তার সাহায্যের কারণেই এখন কোয়ারান্টাইন সেন্টারগুলিতে খাবারের অভাব নাই।